মুহাম্মদ নুরুল আমীন আসিফ (বাঁশখালী প্রতিনিধি) “মানুষ.. মানুষের জন্য.. জীবন জীবনের জন্য.. একটু সহানূভূতি কি মানুষ পেতে পারে না ! হ্যাঁ সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাড়াঁয়, সাহায্য-সহানুভূতির মাঝে অসহায়, দুঃস্হ মানুষের পাশে সমাজের অনেকেই দাড়াঁয়,তার মাঝে অন্যতম একজন রাজনৈতিক ব্যাক্তিত উদার সাদা ও সরল মনের মানূষ
#আলহাজ্ব_মোজাম্মেল_হক_সিকদার ভাই।
বিশেষ করে সংকট কালীন সময়ে কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে সহযোগিতা করে গিয়েছেন বা যাচ্ছে অসহায়, দুঃস্হ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘর বন্দী মানুষ দের।এ সংকট কালীন সময়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকা কিছু মানবিক মানুষের মধ্যে অন্যতম একজন সাদা মনের মানুষ হলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, বাঁশখালী উপজেলার আওয়ামী যুবলীগের সাবেক সফল আহাবায়ক,
৯(ক) শীলকূপ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান - #আলহাজ্ব_মোজাম্মেল_হক_সিকদার ভাই অতীতের মতো এখনো মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনের এ সংকট কালীন সময়ের শুরু থেকে অসহায়, দুঃস্হ, কর্মহীন, শিশু, প্রতিবন্ধী এবং ঘর বন্দী মানুষের পাশে দাড়িয়েছেন,খাদ্য সামগ্রী বিতরন করেছেন অসহায়,দুঃস্হ, কর্মহীন, ঘর বন্দী পরিবারের মাঝে চাউল খাদ্য সামগ্রী বিতরন করেন - আলহাজ্ব মোজাম্মেল হক সিকদার ভাই।
#আলহাজ্ব_মোজাম্মেল_হক_সিকদার জানায়, করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে আজ অবধি আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার সাধ্য অনুযায়ী মানুষ কে সহযোগিতা করে আসছি। পাশাপাশি আমি নিজের তহবিল থেকে অসহায়, দুঃস্হ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘর বন্দী এবং শিশুদের মাঝে খাদ্য সামগ্রী,নগদ অর্থ বিতরন করে যাচ্ছি।
#আলহাজ্ব_মোজাম্মেল_হক_সিকদার আরো জানায়, যত দিন পর্যন্ত বেচে থাকি তত দিন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিবো আমার সাধ্য অনুযায়ী আমি মানুষ কে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং আজীবন করবো-
ইনশাল্লাহ্

0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন