ads

বাঁশখালীবাসীর ভালোবাসায় সিক্ত হলেন জননেতা ড.জমির সিকদার মহোদয়

মুহাম্মদ নুরুল আমীন আসিফ ,(বাঁশখালী প্রতিনিধি)২০ নভেম্বর (রোজ: শনিবার) ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে রাওনা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড.জমির সিকদার চট্রগ্রাম শাহআমানত বিমান বন্দরে আবতারণ করেন,চট্রগ্রাম বিমান বন্দর হতে গরিবুউল্লাহ-শাহ মজারে গমন এবং সাবেক সাংসদ এডভোকেট সুলতানুল কবির চৌধুরীর কবর জিয়ারত শেষে বাঁশখালী ডিগ্রি কলেজের উদ্দেশ্য রাওন হয়,বাঁশখালী ডিগ্রি কলেজের ড.জমির সিকদার কে অভ্যর্থনা অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,বাঁশখালী ডিগ্রি কলেজ হতে শহীদ মৌলবী ছেয়দ এর কবর জিয়ারতের উদ্দেশে রাওনা হয়ে, জিয়ারত শেষে শীলকূপ ইউনিয়নের মাতৃভূমিতে বাবারে কবর জিয়ারত করার উদ্দেশ্য রাওনা হয়,কবর জিয়ারত শেষে

ফুলের শুভেচ্ছা বিনময় করেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের - সিনিয়র সহ-সভাপতি,বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সফল আহাবায়ক, ৯(ক) শীলকূপ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান-আলহাজ্ব মোজাম্মেল হক সিকদারসহ 
 ৯ (ক) শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শেখ রাসেল স্মৃতিসংসদ ও ছাত্রলীগের  নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সফল সহ সভাপতি,, নাগরিক কমিটি--ঢাকা এর সভাপতি,,, বাঁশখালী ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির নব নিবার্চিত সভাপতি ও বাঁশখালী অহংকার ড.জমির সিকদার মহোদয়ের বাঁশখালী তে আগমন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সমাজিক সংগঠন, কলেজ কমিটি ও জাগো হিন্দু পরিষদ(জে এইচ পি) -
৯ (ক) শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শেখ রাসেল স্মৃতিসংসদ ও  ছাত্রলীগের  নেতৃবৃন্দ বাঁশখালী শাখার পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়এই কৃতিত্বের জন্য,আমরা আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনার জীবন সর্বদা আপনাকে এ জাতীয় দুর্দান্ত সাফল্য এবং সুখের সাথে সজ্জিত করুন।
অবশেষ জনায়,সুন্দর আগামীর প্রত্যাশায় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 

About আলোকিত বাঁশখালী নিউজ

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.