ads

আলহাজ্ব মোজাম্মেল সিকদার ভাইয়ের রাজপুত্র সাইফ আল নূহাশ সিকদারের জম্মদিন উদযাপন


বাঁশখালী অনলাইন নিউজ.কম( স্টাফ রিপোর্টার ) : ২৩ নভেম্বর ২০২১ খ্রি: আলহাজ্ব মোজাম্মেল হক সিকদার একমাত্র রাজপুত্র সাইফ আল নূহাশ সিকদার,একটি বছর পেরিয়ে ২ বছরে পর্দাপন করলেন সাইফ আল দ্বীন নূহাশ সিকদার । আনন্দ মুহুত্বগুলো দ্বিগুণ করে বাড়িয়ে তুলতে রাজনৈতিক  নেতা কর্মীদের সাথে নিয়ে আনন্দ ও উৎসব মুখর পরিবেশ ২২ নভেম্বর ২০২১ সোমবার, রাতে বাঁশখালী উপজেলার নিউ সাফরান রেস্তোরায়, সাইফ আল নুহাশ সিকদারের  ১ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিন উপলক্ষে আলহাজ্ব মোজাম্মেল হক সিকদার সাহেব  রাজনৈতিক নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ছেলের  জন্মদিনে এতো ভালোবাসা, এতো শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই অভিভুত। আমার ছেলের জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্ত:স্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ।
এছাড়াও যারা শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছে তাদের আন্তরিক শুভ কামনা সত্যিই আমাকে উদ্বেলিত করেছে। আমার উচিত ছিল প্রত্যেকের শুভেচ্ছার জবাব ব্যক্তিগতভাবে দেয়া কিন্তু যে পরিমান শুভেচ্ছা তারা আমার ছেলের জম্মদিনে শুভেচ্ছা  জানিয়েছিল তার আলাদা করে জবাব দেয়ার কাজটি আমার জন্য সত্যিই কঠিন হয়ে পড়েছে। তাদের সবার জন্য আমার দোয়া অব্যাহত থাকবে, সকল রাজনৈতিক কর্মী ও শুভাকাঙ্খীদের জন্য রইল শুভেচ্ছা। সকলের জীবন আনন্দময় হোক, মহান মালিকের কাছে এই প্রার্থনা কামনা করছি। 
এ সময়  এতে উপস্থিত ছিলেন :
৯ (ক) শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগ পরিবারের একমাত্র অভিভাবক,
সাইফ আল নূহাশ সিকদারের সম্মানিত প্রিতা, জননেতা আলহাজ্ব মোজাম্মেল হক সিকদার ভাই, ৯ (ক) শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি- বাবু ভূপাল বড়ুয়া, বিপ্লবী সাধারণ সম্পাদক - নুরুল আকতার তালোকদার,৯ (ক) শীলকূপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের
সংগ্রামী সাধারণ সম্পাদক -বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক -মোহাম্মদ ছগির,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সংগ্রামী- সভাপতি আহমদ উল্লাহ আংকেল,শীলকূপ ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সংগ্রামী সভাপতি -সালাউদ্দীন সিকদার,সহ-সভাপতি - নুরুল কাদের, সাধারণ সম্পাদক - ছিদ্দিক আকবর বাহাদুর মেম্বার, চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক-সাইফুল ইসলাম,বাঁশখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, এনাম উদ্দিন চৌধুরী (নয়ন),বাঁশখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক - মোহাম্মদ নুরুল আমীন আসিফ, ৯ (ক) শীলকূপ ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জোবাইরুল ইসলাম।
এতে ৯ (ক)শীলকূপ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীর উপস্থিতিতে শুভ জম্মদিন উদযাপন অনুষ্ঠান সমাপ্তি হয়। ।
বাঁশখালী দৈনিক অনলাইন সংবাদ মাধ্যমটির শুভাকাঙ্খী ও নিয়মিত পাঠক হওয়ায়,বাঁশখালী দৈনিক অনলাইন নিউজের পক্ষ থেকে আগামী দিনের সুন্দর পথচলার শুভ কামনা রইল।

About আলোকিত বাঁশখালী নিউজ

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.