ads

বাঁশখালীতে ইয়াবা সহ ৫জন আটক


বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ হাজার ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ পাচারকারীকে আটক করেছে।


নিস্বস সংবাদ (বাঁশখালী প্রতিনিধি) (১৭নবেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউপির বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেট।


আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার খারাল্লা এলাকার আজিম উল্লার পুত্র মোঃ রাজিব (২৬), #বাঁশখালী উপজেলার #শীলকুপ ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র রফিক আহমদ (৫২), কক্সবাজার জেলার নয়া পাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র সরওয়ার কামাল (২০), একই জেলার ঈদগাও এলাকার আবুল ফয়েজের পুত্র ওবাইদুল হক (১৮) ও একই এলাকার আবুল খায়েরের পুত্র সাকিব উদ্দিন হৃদয় (১৮)।


বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের ওসি মোঃ কামাল উদ্দিন।

About আলোকিত বাঁশখালী নিউজ

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.